Site icon Amra Moulvibazari

বলিউডে কটাক্ষের শিকার হয়েছিলেন নওয়াজউদ্দিন

বলিউডে কটাক্ষের শিকার হয়েছিলেন নওয়াজউদ্দিন


নওয়াজউদ্দিন সিদ্দিকী। ছবি: সংগৃহীত।

তোমায় নিলে তো খরচ বেড়ে যাবে আমাদের। কারণ পর্দায় তোমাকে দেখাতে বাড়তি আলো লাগাতে হবে সেটে—এমনটা বলে নওয়াজউদ্দিন সিদ্দিকীকে ফিরিয়ে দেয়া হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে গ্যাংস অব ওয়াসিপুরের এ অভিনেতা জানান, সে সময় ছোট পর্দায় কাজ খুঁজছিলেন তিনি। সেই সূত্রেই একটি টিভি শো’র নির্মাতাদের সঙ্গে দেখা করতে যান। তখন নির্মাতারা তাকে মুখের উপর এমন কথা বলেন। খবর আনন্দবাজার পত্রিকার।

এরপরও থেমে থাকেননি নওয়াজউদ্দিন। চলতে থাকে কাজ খোঁজা। ছোট পর্দা থেকে বড় পর্দা, সর্বত্রই চেষ্টা চালিয়ে যেতে থাকেন এ অভিনেতা। তারপর ভাগ্যের চাকা ঘুরেছে একদিন। এক দশকের লড়াই শেষে একের পর এক ছবি-সিরিজে বলিষ্ঠ অভিনয়ে বলিউডে নিজের পাকাপাকি জায়গা তৈরি করেই ছেড়েছেন নওয়াজ। এক সময়ের ‘বাতিল’ অভিনেতা এখন ছবি, সিরিজ বাছাই করেন নিজের ইচ্ছায়।

/এমএন



Exit mobile version