Site icon Amra Moulvibazari

নোবিপ্রবিতে সাপের হানা, আতঙ্কে মাঝরাতে রাস্তায় শতাধিক শিক্ষার্থী

নোবিপ্রবিতে সাপের হানা, আতঙ্কে মাঝরাতে রাস্তায় শতাধিক শিক্ষার্থী


সাপ আতঙ্কে রাস্তায় শিক্ষার্থীরা।

নোয়াখালী প্রতিনিধি:

সম্প্রতি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিভিন্ন স্থানে সাপের আনাগোনা বেড়েছে। এতে আতঙ্কে রয়েছেন আবাসিক হলের শিক্ষার্থীরা। এরমধ্যে রোববার (৩১ জুলাই) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীরা দুটি ফ্লোরে সাপ দেখতে পায়। এতে শতাধিক ছাত্রী আতঙ্কে বাইরের সড়কে অবস্থান নেন। পরে হলের প্রাধক্ষ্যসহ কর্মকর্তারা এসে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আশ্বাস দিলে হলে ফেরেন ছাত্রীরা।

এনিয়ে হলের একাধিক ছাত্রী জানান, দুই সপ্তাহ আগে হলের তৃতীয় তলায় একটি সাপ দেখা যায়। এরপর সপ্তাহখানেক আগে আরও দুটি সাপ ধরা পড়ে এবং সেগুলো মেরে ফেলা হয়। সর্বশেষ রোববার দিবাগত রাত ১২টার দিকে তৃতীয় তলায় একটি ও নিচতলায় একটি সাপ দেখা যায়। সাপের ভয়ে আবাসিক হলে থাকা দায় হয়ে পড়েছে বলে অভিযোগ করেন ছাত্রীরা। হলে সাপের উপদ্রব বন্ধে প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করেছেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধক্ষ্য মোহাম্মদ মহিনুজ্জামান বলেন, প্রথমবার অভিযোগ পেয়েই হলের আশপাশের ঝোপঝাড় পরিষ্কার করা হয়। এখন মনে হচ্ছে, হলের ভেতরে কোথাও সাপের আস্তানা আছে। সোমবার পুরো হল পরিষ্কার করার ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

এ সময় প্রাধক্ষ্য প্রাণী বিশেষজ্ঞের বরাত দিয়ে বলেন, এগুলো বিষধর সাপ নয়। এসব সাপকে ঘরকুনো সাপ বলা হয়।

এসজেড/



Exit mobile version