সাইক্লোন ‘ফ্রেডি’র তাণ্ডবে বিপর্যস্ত দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আফ্রিকার দেশগুলো। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫২২ জনে। খবর রয়টার্সের।
বৈশ্বিক আবহাওয়া বিষয়ক সংস্থা ডব্লিউএমও জানিয়েছে, ফেব্রুয়ারি থেকে ঘূর্ণিঝড়ের প্রভাবে আফ্রিকা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত মালাউয়ি, মোজাম্বিক ও মাদাগাস্কার। এক তারা বিবৃতিতে জানায়, এটাই সর্বোচ্চ সময় ধরে চলা কোনো প্রাকৃতিক দুর্যোগ।
শনিবার মালাউয়ি জানিয়েছে, ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৩৮ জনে। দেশটিতে চলছে ১৪ দিনের জাতীয় শোক। দুর্যোগে বাস্তুচ্যুত পৌনে চার লাখ মানুষ। প্রতিবেশী মোজাম্বিকে কমপক্ষে ৬৭ বাসিন্দার মৃত্যু হয়েছে। গৃহহীন হয়ে পড়েছেন ৫০ হাজার।
দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। দেড় হাজারের কাছাকাছি বাসিন্দা রয়েছেন আশ্রয়কেন্দ্রে। দুর্গত এলাকাগুলোয় দেখা দিয়েছে কলেরার প্রাদুর্ভাব।
এটিএম/