Site icon Amra Moulvibazari

সাভারে শেষ শ্রদ্ধায় সিক্ত ডা. জাফরুল্লাহ, দাফন সম্পন্ন

সাভারে শেষ শ্রদ্ধায় সিক্ত ডা. জাফরুল্লাহ, দাফন সম্পন্ন


ডা. জাফরুল্লাহ চৌধুরীর কফিন।

সাভার প্রতিনিধি:

সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। এর আগে, শুল্রবার (১৪ এপ্রিল) জুমার নামাজ শেষে প্রতি শেষ শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয় তার মরদেহ। শুক্রবার (১৪ এপ্রিল) সকালে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ডা.জাফরুল্লাহর প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে তার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

শুক্রবার বাদ জু’মা দুপুর ৩টায় ৫ম জানাযা শেষে গণস্বাস্থ্য কেন্দ্রের সূচনা ভবনের পাশে দাফন করা হয় ডা. জাফরুল্লাহ চৌধুরী।

প্রসঙ্গত, মঙ্গলবার (১১ এপ্রিল) রাজধানীর ধানমণ্ডিস্থ গণস্বাস্থ্য নগর হাসপাতালে মারা যান বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

/এসএইচ



Exit mobile version