জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় পরিচালিত টোকিও কলেজে ‘ভিজিটিং প্রফেসর’ হিসেবে যোগ দিয়েছেন আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মা। ২০১৯ সালে প্রতিষ্ঠিত এ কলেজে যোগ দিতে জ্যাক মাকে আমন্ত্রণ জানানোর তথ্য নিশ্চিত করেছে টোকিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের অক্টোবর পর্যন্ত ভিজিটিং প্রফেসর হিসেবে কাজ করবেন জ্যাক। তবে নিয়োগের চুক্তিটি বার্ষিক ভিত্তিতে নবায়নযোগ্য।
আর, টোকিও কলেজের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ১ মে থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করবেন জ্যাক মা। কলেজটিতে জ্যাক মা বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণাসহ, ব্যবস্থাপনা ও স্টার্টআপ বিষয়ে লেকচার দেবেন বলেও জানা গেছে।
এক বছরেরও বেশি সময় বিদেশে অবস্থান শেষে গত মার্চে চীনে ফেরেন জ্যাক মা। আর এখন এলো তার টোকিও কলেজে যোগ দেয়ার খবর।
এর আগে, গত মার্চে সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছিল, ২০১৯ সালে আলিবাবার চেয়ারম্যানের পদ ছাড়ার পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ শুরু করেন জ্যাক মা। এরমাঝেই বেশ অনেকটা সময় নিরুদ্দেশ ছিলেন তিন। ২০২২ সালের নভেম্বরে জানা যায় যে, জাপানের টোকিওতে অবস্থান করছেন জ্যাক।
/এসএইচ