পাবনা প্রতিনিধি:
পাবনার বেড়া উপজেলায় বিপুল পরিমাণ গাঁজাসহ ২ জনকে আটক করেছে র্যাব। আটককৃত রবিউল হাসান (৩৫) কুমিল্লা সদর উপজেলার শ্যামপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে এবং শাহাদাত হোসেন (২৪) বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের জমাদিউস সানীর ছেলে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সংবাদ সম্মেলনে পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার তৌহিদুল মবিন খান এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেড়া উপজেলার দত্তকাদি গ্রামে একটি ট্রাকে অভিযান চালিয়ে মুরগির বিষ্ঠার সাথে পাচারকালে ১০৫ কেজি গাঁজাসহ দুজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় পরিবহনের মাধ্যমে তারা গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল।
এএআর/