Site icon Amra Moulvibazari

একশো পার্সেন্ট নারীই ভোট দিতে জানে না, উঁকি দেয়ার ব্যাখ্যায় পোলিং অফিসার

একশো পার্সেন্ট নারীই ভোট দিতে জানে না, উঁকি দেয়ার ব্যাখ্যায় পোলিং অফিসার


কুসিক নির্বাচনে কুমিল্লা মডার্ন স্কুল কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোট দেয়ার গোপন কক্ষে নির্দেশনা দিচ্ছেন একজন পোলিং অফিসার; যা হওয়ার কথা নয়। সেই পোলিং অফিসারের কাছে জানতে চাওয়া হয়েছিল, কী কারণে ভোটারদের নির্দেশনা দিচ্ছেন তিনি। পোলিং এজেন্ট বলেন, একশো পার্সেন্ট নারীই ভোট দিতে জানে না।

ইভিএমে ভোট দেয়া প্রক্রিয়া এখনও সবার কাছে পরিষ্কার নয়। কুসিক নির্বাচনে তাই ভোটারদের নির্দেশনা দিতে দেখা গেছে পোলিং অফিসারকে। যদিও ভোটারকে নির্দেশনা দেয়ার কথা নয় পোলিং এজেন্টের। কুমিল্লা মডার্ন স্কুল কেন্দ্রে ঘটেছে এমন একটি ঘটনা। ভোটের গোপন কক্ষে উঁকি মেরে নির্দেশনা দিচ্ছেন কেন; পোলিং অফিসারকে এ কথা জিজ্ঞেস করায় তিনি বলেন, উনি কিছুই জানে না। কিছুই বোঝে না। ভোটই বোঝে না উনি।

তারপর সেই ভোটারকে জিজ্ঞেস করে জানা গেল, ইভিএমে ভোট দেয়ার প্রক্রিয়া সম্পর্কে বুঝতে পারছিলেন না বলে পোলিং অফিসারের শরণাপন্ন হন তিনি।

পোলিং অফিসারের কাছে জানতে চাওয়া হয়েছিল, সকাল থেকে এ ধরনের সমস্যা আরও কতজনের হয়েছে। জবাবে পোলিং অফিসার বলেন, সবারই একই অবস্থা। একশো পার্সেন্টই এই অবস্থা। একশো পার্সেন্ট নারীই ভোট দিতে জানে না।

আরও পড়ুন: হুইলচেয়ারে করে কেন্দ্রে এসেও ভোট দিতে পারলেন না!

/এম ই



Exit mobile version