Site icon Amra Moulvibazari

কুমিল্লা সিটির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে: স্থানীয় সরকার মন্ত্রী

কুমিল্লা সিটির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে: স্থানীয় সরকার মন্ত্রী


কুমিল্লা সিটির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে। যেই জিতুক, যেই দলেরই হোক উন্নয়নে সহায়তা করবে সরকার। এ কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

বুধবার (১৫ জুন) দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে ওয়ার্কশপের উদ্বোধন শেষে এক সেমিনার শেষ করে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

এ সময় তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচন কমিশনের দায়িত্বে। আমি জানি নির্বাচন কমিশন কুমিল্লার নির্বাচনে এমন একটি শক্তিশালী অবস্থান নিয়েছেন যেন একটা সুষ্ঠু নির্বাচন হয়। স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে আমারও একটা প্রত্যাশা যেন একটা সুষ্ঠু নির্বাচন হয়।

ইউএইচ/



Exit mobile version