ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা অবৈধভাবে কোটি কোটি টাকা আয় করে সেই টাকা পাচার করছে। এমন অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের রাজধানীর বনানী কার্যালয়ে নিজের জন্মদিন উপলক্ষে আয়োজিত সভায় এসব কথা বলেন তিনি। বর্তমানে তারা ভিক্ষুকের কাছ থেকে চাঁদা আদায় করছে বলেও মন্তব্য করেন তিনি।
জি এম কাদের বলেন, দেশে আইনের শাসন নেই ও মানুষ বৈষম্যের শিকার। জনগণ বৈষম্য ও দুঃশাসন থেকে মুক্তি চায়। জাতীয় পার্টি মানুষের মুক্তির জন্য স্বাধীনতার চেতনাকে ধারণ করে রাজনীতি করছে বলেও জানান তিনি।
এ সময় জাতীয় পার্টির কো চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম বলেন, দেশের মানুষের উন্নয়নে কাজ করাই জাতীয় পার্টির লক্ষ্য। তাই জাতির উন্নয়নে ঐক্যবদ্ধভাবে পার্টির সদস্যরা কাজ করবে বলে জানান তিনি।
ইউএইচ/