শ্রমিকের স্বার্থ রক্ষার আইন বাস্তবায়নে সরকারের আন্তরিকতা নেই বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। বললেন, শ্রমিকরা এখনও সমাজে ক্রীতদাসের ভূমিকা পালন করছে। যা থেকে উত্তরণে সরকার কিংবা বেসরকারি পর্যায়ে কোথাও কোনো কার্যকর পদক্ষেপ নেই।
সোমবার (১ মে) সকালে শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় পার্টির বনানী কার্যলয়ে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
সরকার দেশের মানুষকে নানাভাবে নিয়ন্ত্রণ করে বাঁচার অধিকার হরণ করছে উল্লেখ করে এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান জাপা চেয়ারম্যান। বলেন, আমেরিকাকে কেন বলতে হবে দেশের শ্রমিকদের অধিকার রক্ষার কথা। সরকার কেন মনোযোগী নয়? এ সময় অধিকার রক্ষায় শ্রমিক সংগঠনগুলোকে সক্রিয় হবার আহ্বানও জানান তিনি।
এছাড়া দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু কৃষি শ্রমিকদের ওয়েজ বোর্ডের আওতায় আনা এবং গৃহকর্মীদের জন্য ৮ ঘণ্টা নির্ধারিত সময়ের আলাদা নীতিমালা করার দাবি জানান।
/এমএন