Site icon Amra Moulvibazari

হুইলচেয়ারে করে কেন্দ্রে এসেও ভোট দিতে পারলেন না!

হুইলচেয়ারে করে কেন্দ্রে এসেও ভোট দিতে পারলেন না!


আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে পারেননি এই ভোটার।

হুইলচেয়ারে করে কেন্দ্রে এসেও ভোট দিতে পারলেন না এক এক বয়স্ক ভোটার। বেশ কয়েকবার চেষ্টা করেও তার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি বলে যমুনা নিউজকে তিনি জানান।

বুধবার (১৫ জুন) অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ঘটেছে এই ঘটনা। তিনি জানান, ভোট দিতে না পেরে মন খারাপ হয়েছে তার। আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে পারেননি তিনি।

কুসিক নির্বাচনে ইভিএমে হচ্ছে ভোটগ্রহণ। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে ইভিএমে ভোট দেয়ায় একেকজন ভোটারের লাগছে চার থেকে ৫ মিনিট। একই অবস্থা অন্যান্য কেন্দ্রেও। ইভিএম কারিগরি টিম বলছে, আঙুলের ছাপ মিলতে কিছুটা সময় লাগছে। এছাড়া বয়স্ক ভোটাররা অনেক সময় ভুল বোতামে চাপ দিচ্ছেন। এতে ইভিএম রিস্টার্ট কিংবা বদলে দিতে হচ্ছে। যার ফলে ২০ থেকে ২৫ মিনিট ভোট বন্ধও থাকছে।

আরও পড়ুন: ইভিএম ডিস্টার্ব করছে: সাক্কু

/এম ই



Exit mobile version