Site icon Amra Moulvibazari

রূপগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টা, আটক ১

রূপগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টা, আটক ১


ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতারকৃত আজাহার মিয়া (৫৫)।

রূপগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দ্বিতীয় শ্রেণী পড়ুয়া এক শিক্ষার্থীকে (৯) ধর্ষণ চেষ্টার অভিযোগে আজাহার মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৫ জুন) দুপুরে উপজেলার পূর্বাচল নতুন শহরের ৩ নম্বর সেক্টরের সমু মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভূক্তভোগীর পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণী পড়ুয়া ওই শিক্ষার্থী বুধবার স্কুল থেকে ফিরে পূর্বাচলের সমু মার্কেটের উল্টোপাশের লেক এ গোসল করতে যায়। এ সময় ওই শিক্ষার্থীর প্রতিবেশী আজাহার মিয়া তাকে পানি থেকে জোর করে তুলে নিয়ে লেকের পাশে নির্মাণাধীন একটি চৌবাচ্চায় নিয়ে হাত পা বেধে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে লোকজন ছুটে এলে পালিয়ে যায় আজাহার। পরে র‍্যাবের সহায়তায় সমু মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

তবে আজাহারের স্ত্রীর দাবি, ব্যবসায়িক দ্বন্দ্ব্যের জেরে তার বৃদ্ধ স্বামীকে ফাঁসিয়েছে শিশুটির পরিবার। এ ঘটনায় ভূক্তভোগীর মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।

/এসএইচ



Exit mobile version