Site icon Amra Moulvibazari

মুন্সিগঞ্জে দুই শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

মুন্সিগঞ্জে দুই শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার


মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবুল হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার আউটশাহী ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে তাকে মুন্সিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

বাদীর অভিযোগ সূত্রে জানা গেছে, ওই দুই শিশু অভিযুক্ত আবুল হোসেনের প্রতিবেশী। বৃহস্পতিবার বেলা ১টার দিকে আবুলের ছোটভাই মনিরের নির্মাণাধীন ভবনের ছাদে খেলছিল পাঁচ ও সাড়ে পাঁচ বছরের দুই শিশু। সেখানে গিয়ে তাদেরকে ধর্ষণের চেষ্টা করে আবুল। এসময় ওই দুই শিশুসহ অপর আরেক শিশু চিৎকার ও কান্নাকাটি শুরু করলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। পরে বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী এক শিশুর পিতা টঙ্গিবাড়ী থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে আবুল হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ওসি রাজীব খান বলেন, অভিযোগ পেয়ে আবুল হোসেনকে রাতেই গ্রেফতার করা হয়েছে। পরে নিয়মিত মামলা রুজু করে আজ (শুক্রবার) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এএআর/



Exit mobile version