Site icon Amra Moulvibazari

মোহামেডানকে হারিয়ে লিগ শিরোপার আরও কাছে আবাহনী

মোহামেডানকে হারিয়ে লিগ শিরোপার আরও কাছে আবাহনী


ছবি: ক্রিকইনফো

সুপার লিগের হাই-ভোল্টেজ ম্যাচে আবাহনীর কাছে মোহামেডান হেরেছে ৮ রানে। আবাহনীর করা ২৫৮ রানের জবাবে মোহামেডানের ইনিংস থামে ২৫০ রানে। লিগ শিরোপার দিকে আরও একধাপ এগিয়ে যাওয়ার ম্যাচে অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

উত্তেজনার পারদ কাগজে-কলমে যতটা উপরে বাস্তবে যেন ততটাই পানসে আবাহনী- মোহামেডান দ্বৈরথ। ২৫৯ রানের সাদামাটা লক্ষ্যের পেছনে ছুটেও ব্যর্থ হয়েছেন মোহামেডানের ইমরুল-সৌম্যরা। তখন হাল ধরেন মাহিদুল ইসলাম অঙ্কন। ফর্মের তুঙ্গে থাকা অঙ্কন এদিন করেন ৮৮ রান। সাথে ছিলেন মাহমুদউল্লাহ। ৪০ ওভার শেষে জয়ের জন্য মোহামেডানের প্রয়োজন ছিল ১০০’র মতো রান। হাতে ছিল ৬ উইকেট। এই অবস্থাতেও হার মানেন মাহমুদউল্লাহ। ৬৩ বলে ৫৪ রান করলেও এড়াতে পারেননি দলের হার।

এর আগে, দিনের শুরুতেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে টেবিল টপার আবাহনী। সেখান থেকে জাকির আলি অনিক ও অধিনায়ক মোসাদ্দেক গড়েন প্রতিরোধ। দু’জনেরই ৬৩ রানের দুই ইনিংসে মান বাচে আকাশি-নীলদের। স্কোরবোর্ডে জমা হয় ২৫৮ রান। আর এই রানই শেষ পর্যন্ত ২২ পয়েন্ট নিয়ে শিরোপা দৌড়ে আরও এক ধাপ এগিয়ে দিল আবাহনীকে।

/এম ই



Exit mobile version