সিরিয়া সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আগামী বুধবার (৩ মে) সফর করবেন তিনি। খবর আল আরাবিয়া’র।
২০১০ সালের পর প্রথম কোনো ইরানের প্রেসিডেন্ট সিরিয়া সফরে যাচ্ছেন। সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০১০ সালে সর্বশেষ দামেস্ক সফর করেছিলেন।
দামেস্কে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হোসেইন আকবারি বলেন, পশ্চিমা বিশ্বের আধিপত্যের মোকাবেলায় প্রেসিডেন্ট রাইসির দু’দিনব্যাপী দামেস্ক সফর দু’দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করবে।
তিনি আরও বলেন, প্রেসিডেন্ট রাইসির আসন্ন সিরিয়া সফরের ফলে আরও যেসব দেশ মার্কিন আধিপত্য ও নিষেধাজ্ঞার শিকার তারাও আশাবাদী হয়ে উঠবে।
/এনএএস