Site icon Amra Moulvibazari

জনশুমারির প্রাথমিক তথ্য প্রকাশ ২২ জুন: পরিকল্পনা প্রতিমন্ত্রী

জনশুমারির প্রাথমিক তথ্য প্রকাশ ২২ জুন: পরিকল্পনা প্রতিমন্ত্রী


জনশুমারির র‍্যালি।

দেশে জনশুমারির কাজ ভালোভাবে এগিয়ে চলছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামছুল আলম। তিনি বলেন, ১৫ থেকে ২১ জুন পর্যন্ত চলবে কার্যক্রম এবং ২২ জুন জনশুমারির প্রাথমিক তথ্য প্রকাশ করা হবে।

বুধবার (১৫ জুন) দুপুরে আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনের সামনে জনশুমারির র‍্যালি শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। র‍্যালির আগে বেলুন ও পায়রা উন্মুক্ত করেন প্রতিমন্ত্রীসহ অতিথিরা। এরপর পরিসংখ্যান ভবন থেকে র‍্যালি শুরু হয়ে সামনের সড়ক প্রদক্ষিণ করে পরিসংখ্যান ভবনে এসে শেষ হয়।

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামছুল আলম বলেন, জনশুমারিতে জনগণকে সহায়তা করতে হবে। কারণ, এই জনশুমারি দেশের সার্বিক উন্নয়ন পরিকল্পনার অংশ। তিনি জানান, জনশুমারির চূড়ান্ত তথ্য পেতে ৬ মাসের মতো সময় লাগতে পারে।

আরও পড়ুন: শুরু হয়েছে প্রথম ডিজিটাল জনশুমারি

/এম ই



Exit mobile version