Site icon Amra Moulvibazari

ভারতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১৬

ভারতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১৬


হতাহত পুন্যার্থীরা। ছবি: সংগৃহীত।

ভারতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১০ পুণ্যার্থীর। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন আরও ১৬ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতরা সবাই কোচবিহার জেলার বাসিন্দা। খবর দ্য হিন্দুস্তান গেজেটের।

পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার চ্যাংড়াবান্ধা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, একটি পিকআপে করে জল্পেশ মন্দিরে যাচ্ছিলেন ২৭ জন পুণ্যার্থী। এসময় পিকআপে রাখা জেনারেটর থেকে শট সার্কিট হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা।

এ সময় পুন্যার্থীদের অচেতন অবস্থায় দেখে চালক তাদের চ্যাংড়াবান্ধা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক ১০ জনকে মৃত ঘোষণা করেন। যে গাড়িটি করে পুণ্যার্থীরা যাচ্ছিলেন, সেটিকে আটক করা হয়েছে। ঘটনার পর থেকে চালক পলাতক।

এরই মধ্যে হতাহতদের পরিবারে খবর পৌঁছে দেয়া হয়েছে। পুলিশ বলছে, ওই গাড়িতে ডিজে মিউজিক বাজানো হচ্ছিল। সেখান থেকেই কোনো শট সার্কিটের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এসজেড/



Exit mobile version