লিটন দাস যোগ দেয়ার পর প্রথমবার মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। শুক্রবার (১৪ এপ্রিল) রাত ৮টায় নিজেদের মাঠ ইডেন গার্ডেনে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে কলকাতা।
প্রথম ম্যাচে হারের পর টানা দুই ম্যাচ জিতেছে কলকাতা। শার্দুল ঠাকুর- রিংকু সিংরা লেট মিডল অর্ডারে এককভাবে দারুণ ব্যাটিং করলেও দলের টপ-অর্ডারের সংকট রয়েই গেছে। আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ তিন ম্যাচে তিনজনের সাথে ওপেনিংয়ে জুটি বেধেছিলেন। কিন্তু সফল ছিল না সেসব জুটি। আর তাই তো ওপেনিং বা ওয়ানডাউনে লিটন-জেসনের যেকোনো একজনের আজ সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে সাম্প্রতিক ফর্মের বিচারে তাদের থেকে এগিয়েই থাকছেন লিটন। ঘরের মাঠে সবশেষ ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজে দুর্দান্ত ব্যাটিং করেছেন বাংলাদেশের এ ব্যাটার-উইকেট কিপার।
আরও একটি কারণে লিটনের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি। এখন পর্যন্ত কেকেআরের হয়ে তিনজন দেশি ক্রিকেটার ওপেন করেছেন। ওপেনার মানদীপ সিং, ভেঙ্কটেশ আইয়ার ও নারায়ণ জাগাদিসনের কেউই দুই অঙ্ক পার করতে পারেননি। তাই ওপেনিং মজবুত করতে সুযোগ মিলতে পারে লিটনেরই।
/আরআইএম