Site icon Amra Moulvibazari

সব উপনির্বাচনে স্বতন্ত্র নামে বিএনপির ঘোমটা পরা প্রার্থী থাকে: কাদের

সব উপনির্বাচনে স্বতন্ত্র নামে বিএনপির ঘোমটা পরা প্রার্থী থাকে: কাদের


সব উপনির্বাচনে স্বতন্ত্র নামে বিএনপির ঘোমটা পরা প্রার্থী থাকে। নির্বাচনে অংশ নিবে না বলে তারা তলে তলে অংশ নিচ্ছে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মে দিবস উপলক্ষে সোমবার (১ মে) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশে তিনি এ মন্তব্য করেন। বললেন, রাজনীতিতে বিএনপির পরাজয় হয়ে গেছে। এবার নির্বাচনে যদি আসে, দেখা যাবে কত ধানে কত চাল।

ওবায়দুল কাদের আরও বলেন, রাজনীতির পরে দেশের অর্থনীতি ধ্বংসের টার্গেট নিয়ে মাঠে নামছে বিএনপি। শেখ হাসিনার হাত ধরে যে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, সে অর্থনীতির চাকা বন্ধ করতে নতুন কৌশলে ষড়যন্ত্র করছে বিএনপি।

যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

আগামী নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগের ঐক্যের পতাকা সমুন্নত রাখতে হবে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যারা শেখ হাসিনার বিদেশ সফরের মর্ম বুঝে না, তারাই সফর নিয়ে কটাক্ষ করছে। প্রধানমন্ত্রী বিদেশে গিয়েছেন দেশের উচ্চতা বাড়াতে। দেশ বিক্রি করতে তিনি বিদেশে যাননি। মির্জা ফখরুল শেখ হাসিনার সফর নিয়ে কটাক্ষ করে। অথচ প্রধানমন্ত্রী বিদেশ সফরে গিয়েছেন, বাজেট সহযোগিতা পাবার জন্য। যেটা তিনি অর্জন করেছেন। বিশ্ব ব্যাংকের প্রধান নিজেই প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন।

ওবায়দুল কাদের বলেন, দেশের অর্থনীতির চাকা সচল আছে। শেখ হাসিনা চান, দেশের মানুষ যেনো কোনো সংকটে না পড়ে। বিএনপি হিংসার আগুনে জ্বলে প্রধানমন্ত্রীর সফর নিয়ে সমালোচনা করছে।

বিএনপির আন্দোলন পদযাত্রার নামে শুয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, তাদের আন্দোলন সম্পর্কে মানুষ বুঝে গেছে, এসব ভূয়া। যারা গণআন্দোলন করতে পারেনি, তারা কীসের গণঅভ্যুত্থান করবে। তারা এখন পথ হারা পথিক।

/এমএন



Exit mobile version