Site icon Amra Moulvibazari

রোজার মাসে হালখাতার সীমিত আয়োজন

রোজার মাসে হালখাতার সীমিত আয়োজন


রোজার মাসে সীমিত পরিসরে চলছে হালখাতার আয়োজন। বাংলা বছরের প্রথম দিন শুক্রবার (১৪ এপ্রিল) সকাল থেকেই হালখাতার আনুষ্ঠানিকতা শুরু হয়। তবে এবার রোজার মধ্যে পহেলা বৈশাখ হওয়ায় সে আয়োজনের চিরচেনা দৃশ্যের কিছুটা পরিবর্তন এসেছে।

ক্রেতা আসলে আতিথিয়েতার ধরণ বদলেছে। ইফতারের প্যাকেটের পাশাপাশি দেয়া হচ্ছে বিভিন্ন ধরণের উপহারসামগ্রী।

রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটের ব্যবসায়ীরা জানান, পুরো বছর ধরে তারা হালখাতার অপেক্ষায় থাকেন। কেননা, এই দিনেই আগের পাওনা আদায় হয়। ক্রেতাদের সাথে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সম্পর্ক দৃঢ় হয়।

/এমএন



Exit mobile version