Site icon Amra Moulvibazari

সংবিধান নিয়ে তামাশা করছে সরকার: নজরুল ইসলাম খান

সংবিধান নিয়ে তামাশা করছে সরকার: নজরুল ইসলাম খান


সংবিধান নিয়ে তামাশা করছে আওয়ামী লীগ সরকার। সংবিধানের দোহাই দিয়ে জনগণের আন্দোলন দমানো যাবে না। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে প্রেসক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদের সমাবেশে এই মন্তব্য করেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, কোনো দল নির্বাচনে আসুক বা না আসুক, ভোটার আসুক না আসুক তাতে সরকারের কিছু যায় আসে না। কারণ ভোটাররা কেন্দ্রে গেলে তাদের বিজয়ে হবে না জেনেই ক্ষমতাসীনরা কারও পরোয়া করছে না। এ সময় তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধানে আবারও সংযোজনের দাবি জানান তিনি।

ইউএইচ/



Exit mobile version