Site icon Amra Moulvibazari

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু


প্রতীকী ছবি

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে দ্বীপ চন্দ্র মহন্ত (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিজ বাড়িতে লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে তার মত্যু হয়।

আজ বুধবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার ফরিদপুর ইউনিয়নের মীরপুর (যুগীপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দ্বীপ যুগীপাড়া গ্রামের পন্ডিত চন্দ্র মহন্তের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বার মো. শফিকুল ইসলাম ওরফে লাল চাঁন মিয়া।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, দুপুরে নিজ বাড়ির একটি ঘরে বৈদ্যুতিক সংযোগের লাইন মেরামতের কাজ করছিল দ্বীপ চন্দ্র। এসময় হঠাৎ করে সে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। দ্রুত উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে দ্বীপ চন্দ্রের মৃত্যু হয়।

/এএম



Exit mobile version