Site icon Amra Moulvibazari

নির্বাচনের সিদ্ধান্তে অনড় এরদোগান

নির্বাচনের সিদ্ধান্তে অনড় এরদোগান


তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ছবি : সংগৃহীত

সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পের আঘাতে বিপর্যস্ত তুরস্ক। এতে দেশটির আসন্ন নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা। তবে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান তার সিদ্ধান্তে অনড় রয়েছেন। খবর ব্লুমবার্গের।

খবরে বলা হয়েছে, পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ১৪ মে দেশটির জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে এরদোগান বিরোধীদের দাবি, পূর্বঘোষিত তারিখেই নির্বাচন করতে হবে। তা না হলে সংবিধান অনুযায়ী ১৮ জুন করতে হবে নির্বাচন। যদিও নিয়ম অনুযায়ী তুরস্কের নির্বাচন হওয়ার কথা ১৮ জুন। তবে বেশ কিছু কারণে এ বছর নির্বাচনের দিন মাস খানেক এগিয়ে আনা হয়েছে।

তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, ভূমিকম্পের কারণে গত দুই সপ্তাহ ধরে নির্বাচন ইস্যুতে কথা বলেননি প্রেসিডেন্ট এরদোগান। তবে বুধবার ক্ষমতাসীন এ কে পার্টির সিনিয়র সদস্যরা দীর্ঘ ৭ ঘণ্টার বৈঠক করেছেন। প্রেসিডেন্টের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই বৈঠকে দলের নেতারা পূর্ব ঘোষিত তারিখে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে একমত হয়েছেন।

প্রসঙ্গত, তুরস্কে গত ৬ ফেব্রুয়ারির ভয়াবহ ভূমিকম্পে ১১টি প্রদেশ বিধ্বস্ত এবং ৪৩ হাজারের বেশি মানুষ মারা গেছেন। এতে সবমিলিয়ে ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন। তারপরও পূর্বে ঘোষিত নির্বাচনী সময়সূচি মেনে চলার পরিকল্পনায় অনড় রয়েছেন প্রেসিডেন্ট এরদোগান।

এএআর/



Exit mobile version