Site icon Amra Moulvibazari

এনআইডির তথ্য বিক্রি করে ২০ হাজার কোটি টাকা লেনদেন, গ্রেফতার ১

এনআইডির তথ্য বিক্রি করে ২০ হাজার কোটি টাকা লেনদেন, গ্রেফতার ১


নাগরিকদের ৪৬ ধরনের ব্যক্তিগত তথ্য অবৈধভাবে বিক্রি করে ২০ হাজার কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছে পুলিশ। এই টাকা কে কীভাবে পেয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আজ বুধবার (৯ অক্টোবর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগে কাফরুল থানায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার করা হয়েছে গ্লোবাল সিকিউরিটি এজেন্সির প্রধান তারেক এম বরকতুল্লাহকে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে আরও বেশকিছু তথ্য পাওয়া যাবে।

ডিএমপি আরও জানায়, এ ঘটনা তদন্তে কম্পিউটার কাউন্সিলের কয়েকজনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। চুক্তি অনুযায়ী, তারা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অন্য কারও ব্যক্তিগত তথ্য বিক্রি করতে পারে না। কীভাবে বা কোন আইনে এটি করলো, তাও খতিয়ে দেখার কথা বলে পুলিশ।

/এএম



Exit mobile version