Site icon Amra Moulvibazari

যুক্তরাষ্ট্রে ফের বন্দুকহামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রে ফের বন্দুকহামলা, নিহত ৩


আবারও বন্দুক সহিংসতা যুক্তরাষ্ট্রে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) নিউ মেস্কিকোর আলবুকার্ক শহরে এক বন্দুকধারীর হামলায় ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। খবর ফক্স৩৪ এর।

কর্তৃপক্ষ জানায়, হঠাৎ এলোপাতাড়ি গুলির শব্দ শুনতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছে রাস্তায় একজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এরপর একটি বাড়ির ভেতর থেকে শনাক্ত করা হয় আরও দু’জনের গুলিবিদ্ধ মরদেহ। সেখানেই তালাবদ্ধ একটি ঘর থেকে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জব্দ করা হয়েছে একটি অস্ত্র। তবে হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। ধারণা করা হচ্ছে, সন্ত্রাসী হামলার শিকার হতে পারে নিহত ব্যক্তিরা।

এসজেড/



Exit mobile version