Site icon Amra Moulvibazari

যুদ্ধের বর্ষপূর্তিতে বিশ্বখ্যাত সব স্থাপনায় ইউক্রেনের পতাকা

যুদ্ধের বর্ষপূর্তিতে বিশ্বখ্যাত সব স্থাপনায় ইউক্রেনের পতাকা


রুশ-ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্ণ হলো। এ যুদ্ধে ইউক্রেনের প্রতি সংহতি প্রকাশ করে বিশ্বের নানা স্থাপনায় জ্বালানো হয়েছে দেশটির জাতীয় পতাকার রঙের আলো। খবর ইউরো নিউজের।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকেই ফ্রান্সের ঐতিহ্যবাহী আইফেল টাওয়ারে জ্বলছিল হলুদ-নীল আলো। প্যারিস প্রশাসন জানায়, মিত্রের প্রতি সমবেদনা জানাতেই এ উদ্যোগ।

এদিকে, ইউরোপীয় ইউনিয়নের সদর দফতরও সেজে ওঠে ইউক্রেনের জাতীয় পতাকার রঙে। জোটের বক্তব্য, যুদ্ধ না শেষ হওয়া পর্যন্ত কিয়েভের পাশেই থাকবে তারা। পর্তুগালের পার্লামেন্টও সেজে ওঠে আলোকসজ্জায়। ২৪ ফেব্রুয়ারি রাতভর থাকবে ইউক্রেনীয় জাতীয় পতাকার এই রঙ।

এদিকে, ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্তিতে রাশিয়ার ওপর নতুনভাবে কঠোর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার নতুন নিষেধাজ্ঞা আরোপের তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউস। আজ শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির সাথে ভার্চুয়াল বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাতে, অংশ নেবেন জি-সেভেন নেতারাও। ওই বৈঠকেই আসবে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা।

এসজেড/



Exit mobile version