Site icon Amra Moulvibazari

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন আগামী সপ্তাহেই: আসিফ নজরুল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন আগামী সপ্তাহেই: আসিফ নজরুল


আগামী সপ্তাহেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় আছে, তা সরকার জানে না।

বুধবার (৯ অক্টোবর) সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, যদি ট্রাইব্যুনালের বিচার কাজে শেখ হাসিনাকে প্রয়োজন হয়, তাহলে তাকে ফেরানোর উদ্যোগ নেয়া হবে। সুপ্রিম কোর্টের অনেক বিচারপতি ফ্যাসিবাদী সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করেছেন। ছাত্র-জনতার পক্ষ থেকে তাদের পদত্যাগের দাবি উঠেছে। এসব বিচারপতিদের বিরুদ্ধে আইনি কাঠামোর মধ্যে থেকে সুপ্রিম কোর্টের নিজেদেরই ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে।

/এমএন



Exit mobile version