Site icon Amra Moulvibazari

১৯ বছর পর দেশে ফিরলেন এমএ মালিক

১৯ বছর পর দেশে ফিরলেন এমএ মালিক

দীর্ঘ ১৯ বছর পর দেশে ফিরেছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালিক।

রোববার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এসভি-৮০৮ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

তাকে স্বাগত জানাতে এদিন বিমানবন্দরের প্রবেশপথসহ ভিআইপি কর্ণারে বিএনপির নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন,মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান,জেলা বিএনপির সহ-সম্পাদক আব্দুর রহিম রিপনসহ বিএনপি নেতাকর্মীদের ঢল নামে

আব্দুল মালিক বিমান থেকে নেমে আনুষ্ঠানিকতা শেষে সংবর্ধনাস্থলে এসে বিগত স্বৈরাচার সরকার বিরোধী আন্দোলনে নিহতদের মাগফিরাত কামনা করেন এবং যারা আহত হয়েছেন সেই আহত পরিবারগুলোকে সাহায্য-সহযোগিতার আশ্বাস দেন।

Exit mobile version