Site icon Amra Moulvibazari

যুক্তরাজ্য প্রবাসী মৌলভীবাজার সরকারী কলেজের সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হত্যার হুমকি

যুক্তরাজ্য প্রবাসী মৌলভীবাজার সরকারী কলেজের সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হত্যার হুমকি

Jahed

মৌলভীবাজারের রাজনগর এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী মৌলভীবাজার সরকারী কলেজের সাবেক ছাত্রদল নেতা মো: আরিফুল ইসলাম জাহেদের বাড়িতে আওয়ামীলীগ নেতা ও ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা ও হত্যার হুমকি দেয়। গত ৩০ মার্চ শনিবার আনুমানিক বিকাল ৪ টার দিকে স্থানীয় আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান ছাত্রলীগের নেতা কর্মীদের নিয়ে জাহেদের বাড়িতে উপস্থিত হয়ে গালাগালি শুরু করেন। তখন জাহেদের পরিবারের সদস্যরা ঘর থেকে বের হয়ে জানতে চান কি হয়েছে তখন ঐ আওয়ামী লীগ নেতা বলেন তোমাদের ছেলে যুক্তরাজ্যে থেকে সরকারের বিরুদ্ধে সোসাল মিডিয়ায় লেখালেখি করছে এবং সরকার বিরোধী সভা সমাবেশে যাচ্ছে। সে যদি আর সরকারের কোন বিষয় নিয়ে কথা বলে তাহলে তারা জাহেদকে ও তার পরিবারকে দেখে নিবে বলে হত্যার হুমকি দেয়।

এদিকে পরিবারের এই খবর জানার পর যুক্তরাজ্য থাকা ছাত্রদল নেতা জাহেদ মানসিক ভাবে খুবই বিপর্যস্ত ও হতাশ, এবং পরিবার নিয়ে খুব চিন্তিত আছেন বলে জানিয়েছেন।

জাহেদের পিতা মো মাসুদ হোসেন জানান, তিনি তার ছেলে ও পরিবারে সদস্যদের নিয়ে চিন্তিত আছেন।তিনি আরো বলেন, তার ছেলে দেশে থাকতে ২০২১ সালে সরকার বিরোধী একটা সমাবেশকে কেন্দ্র করে তার ছেলের উপর সরকার পক্ষের সন্ত্রাসীরা তার উপর হামলা করেছিলো ও হত্যার হুমকি দিয়েছিলো। জাহেদের পিতা বলেন, রাজনগর পুলিশ কে ঘটনাটি জানানো হলে তারা এ ব্যাপারে কোন সাহায্য করেনি কারন ঐ আয়ামীলীগ নেতা স্থানীয় প্রভাবশালী ব্যাক্তি। উল্টো পুলিশ জাহেদের পরিবারকে অনেক হয়রানি করছে।

এই ব্যাপারে রাজনগর উপজেলা বর্তমান ছাত্রদল আহবায়ক আতিকুর রহমান শুয়েব ও ছাত্রদল সদস্য সচিব আফতাব উদ্দিন এক বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এভাবে দিনে দুপুরে একজন নেতার বাড়িতে সরকার পক্ষের লোকদের হয়রানি ও বর্বরতা স্বাধীন দেশে মোটেই কাম্য নয়। পুলিশ আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্য কাজ করিতেছে। তারা চাচ্ছে বিরোধী দলীয় নেতাদের কে নিরমূল করতে । এ রকম অমানবিক আচরন যা একটি গণতান্ত্রিক দেশে কোনো মতেই কাম্য নয়। এ ধরনের ঘটনা চলতে থাকলে দেশের ছাত্র জনতা আইনের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলবে বলেও মনে করেন তারা।

Exit mobile version