Site icon Amra Moulvibazari

রোববার সারাদেশে বিক্ষোভ মিছিল করবে আওয়ামী লীগ

রোববার সারাদেশে বিক্ষোভ মিছিল করবে আওয়ামী লীগ

রোববার সারাদেশে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল করবে আওয়ামী লীগ।

শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে একথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সকাল ১০টা থেকে শুরু করে বিকেল ৫টা পর্যন্ত বিক্ষোভ চলবে।

বিএনপি আবারও অগ্নিসন্ত্রাস শুরু করেছে উল্লেখ করে কাদের বলেন, চারটি বাসে আগুন দিয়েছে। পুলিশ ভ্যানেও হামলা করেছে। আমরা যা আশঙ্কা করেছিলাম, সেটাই ঠিক হয়েছে। এটাই গতকাল শুরু করতো। কিন্তু আওয়ামী লীগের শক্ত অবস্থানের কারণে তা পারেনি। আজ করেছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি লাশ ছাড়া কথা বলে না। টাকা ছাড়া কথা বলে না।

তিনি বলেন, দণ্ডিতের বক্তব্য প্রচার করা যাবে না, এমন নির্দেশ দেয়া হয়েছিলো। কিন্তু কেউ কেউ বারবার আদালতের আদেশ লঙ্ঘন করে চলেছে।

রাস্তা বন্ধ করে দেয়ার হুমকি প্রসঙ্গে তিনি বলেন, পরিকল্পনা করে বিএনপি নেতাকর্মীরা, আওয়ামী লীগ ও পুলিশের উপর হামলা করেছে। শেখ হাসিনার কর্মী, আওয়ামী লীগের নেতাকর্মীরা চুপ করে বসে থাকবে না।

Exit mobile version