Site icon Amra Moulvibazari

মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর!

মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর!

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসানকে আগামীকালের মধ্যে মন্ত্রীসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি জানিয়েছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাতে তার বাস ভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমূলক বক্তব্য দেয়ায় তাকে পদত্যাগ করতে বলা হয়েছে। সন্ধ্যায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন বলে জানান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। আজ ( ৬ ডিসেম্বর ) রাত আটটায় এই বার্তা ডাঃ মুরাদ হাসানকে পৌছে দেয়া হয়েছে।

এর আগে তিনি খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ব্যপক সমালোচিত হন। পরে চিত্র নায়িকা মাহিয়া মাহির সাথে তার কথোপকথনের অডিও ভাইরাল হলে আরো সমালোচিত হন। এর আগে স্বাস্থ্য প্রমন্ত্রী থাকাকালেও সমালোচিত হন ডাঃ মুরাদ হাসান।

Exit mobile version