Site icon Amra Moulvibazari

পুলিশ ইন্সপেক্টরের ড্রাইভারের নেতৃত্বে চাঁদাবাজি; ১০ লাখ টাকা না দেয়ার মারধর

পুলিশ ইন্সপেক্টরের ড্রাইভারের নেতৃত্বে চাঁদাবাজি; ১০ লাখ টাকা না দেয়ার মারধর

চাঁদা না দেয়ায় রাজধানীর আগারগাওয়ে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মীদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে গতরাতে শেরেবাংলানগর থানায় একটি মামলা হয়েছে।

এতে বলা হয় আগাঁরগাওয়ে মেট্রোরেল প্রকল্প সংলগ্ন রাস্তার কাজ করতে না দেয়ায় এই হামলা হয় বলে অভিযোগ করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় জনি এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের টিনশেড সাইজ অফিসে প্রায় ২৫ জনের এক দল যুবক প্রবেশ করছে।

তাদের একদম সামনে দেখা যায় শেরে বাংলা নগর থানা পুলিশ ইন্সপেক্টর অপারেশন এর ড্রাইভার রাজিব। এ সময় সেখানে থাকা দুই জনকে বেধম মারধোর করা হয়। মামলায় অভিযোগ করা হয় কয়েকদিন ধরে ১০ লাখ টাকা চাঁদা দাবি করছিলো স্থানীয় কয়েক যুবক। এ নিয়ে সন্ধায় থানায় গিয়ে প্রথমে গড়িমসি করলেও মধ্যরাতে মামলা নেয় পুলিশ।

Exit mobile version