Site icon Amra Moulvibazari

প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছেছে বেগম খালেদা জিয়ার মুক্তির আবেদন

প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছেছে বেগম খালেদা জিয়ার মুক্তির আবেদন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে পরিবারের করা আবেদন আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছেছে । এর আগে মঙ্গলবার আইন মন্ত্রণালয় হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয় খালেদা জিয়ার আবেদন ।

বিষয়টি নিশ্চিত করেন আইনমন্ত্রী আনিসুল হক । তিনি বলেন , উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার মুক্তি চেয়ে পরিবারের করা আবেদনে মত দিয়ে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে । তবে আবেদনে কী মত দেয়া হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাননি ।

আনিসুল হক বলেন , আগেরবারের মতো এবারের চিঠিতেও খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর কথা বলে তার মুক্তি চাওয়া হয়েছে । ২৪ সেপ্টেম্বর স্থগিতাদেশের মেয়াদ শেষ হচ্ছে ।

মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে যাবে । এরপর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ।

Exit mobile version