Site icon Amra Moulvibazari

দিনাজপুরে মা ও ছেলেকে অপহরণ করে ২০ লাখ টাকা চাঁদা দাবি সিআইডি কর্মকর্তার || Dinajpur CID

দিনাজপুরে মা ও ছেলেকে অপহরণ করে ২০ লাখ টাকা চাঁদা দাবি সিআইডি কর্মকর্তার || Dinajpur CID

দিনাজপুরের চিরিরবন্দর নান্দেড়াই গ্রাম থেকে অপহৃত মা ও ছেলেকে ২০ ঘন্টা পর দশমাইল নামক এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ ও এলাকাবাসী । এসময় রংপুর সিআইডির সহকারী পুলিশ সুপার সারোয়ার কবির সোহাগ , এএসআই হাসিনুর রহমান ,

কনষ্টেবল আহসান উল ফারুকসহ এক মাইক্রোবাসের চালককে আটক করা হয় ।

পরিবারের সদস্যরা জানায় , গেল সোমবার রাত নয়টার দিকে নান্দেড়াই গ্রামে লুৎফর রহমানের বাসায় ৭ থেকে ৮ জন সাদা পোষাকধারী সিআইডি পরিচয়ে আসেন । এসময় তারা বাড়ীর মালিক লুৎফর রহমানকে না পেয়ে তার স্ত্রী জহুরা বেগম ও ছেলে জাহাঙ্গীর আলমকে তুলে নিয়ে যায় । পরে মোবাইলে ১৫ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে ।

পরিবারের পক্ষ থেকে চিরিরবন্দর থানায় বিষয়টি জানালে তারা মোবাইল নাম্বার ট্র্যাক করতে থাকে ।

মঙ্গলবার বিকালে দশ মাইল এলাকা থেকে কৌশলে সাদা পোষাকে পুলিশ , পরিবারের লোকজন মুক্তিপনের টাকা নিয়ে হাজির হয়ে মাইক্রোবাসে থাকা মা , ছেলেকে উদ্ধার করে । এসময় সিআইডির তিন সদস্য ও মাইক্রোবাসের চালককেও আটক করা হয় ।

দিনাজপুর পুলিশ সুপার আনোয়ার হোসেন মা ও ছেলে উদ্ধারের কথা নিশ্চিত করলেও ঘটনার সাথে সিআইডি জড়িত থাকার বিষয়টি পরে জানাতে চেয়েছেন ।

Exit mobile version