Site icon Amra Moulvibazari

করোনাকালে বেড়েছে রেলপথে আমদানি বাণিজ্যের চাহিদা | Bangladesh Railway

করোনাকালে বেড়েছে রেলপথে আমদানি বাণিজ্যের চাহিদা | Bangladesh Railway

করেনাকালীন রেলপথে আমদানি বাণিজ্যের চাহিদা বাড়ায় অবকাঠামামো উন্নয়ন কাজ শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে । প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে চলছে বেনাপোল রেলস্টেশন থেকে ভারতের পেট্রাপোল বন্দর পর্যন্ত পুরানো ব্রডগেজ রেললাইন সংস্কার ও ডাবল রেল লাইন স্থাপনের কাজ ।

ব্যবসায়ীরা বলছেন , কনটেনার টার্মিনাল স্থাপন হলে আমদানি – রফতানি বাণিজ্য আরো ড়বে । গেল বছর করোনার শুরুতে ভারত সরকার বেনাপোল বন্দর দিয়ে তিন মাস আমদানি – রফতানি বাণিজ্য বন্ধ রাখে ।

এতে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির শিকার হয় । পরে ব্যবসায়ীদের দাবির মুখে রেলপথে সব ধরনের পণ্য আমদানি শুরু হয় । তবে রেলপথে আমদানির চাহিদা বাড়লেও বিট্রিশ আমলের সংকীর্ণ আর জরাজীর্ণ রেলপথে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল বাণিজ্যক কার্যক্রম । বিষয়টি নিয়ে ব্যবসায়ীরা সরকারের বিভিন্ন মহলে জানালে অবশেষে গেল জুন মাসে রেলের অবকাঠামো উন্নয়ন ও সংস্কার কাজ শুরু হয় ।

এতে খুশি ব্যবসায়ীরা । বেনাপোল বন্দরে রেলপথে বাণিজ্যর ক্ষেত্রে কনটেনার টামিনাল চালু হলে আমদানি – রফতানি বহুগুন বৃদ্ধি পাবে । সংশ্লিষ্টরা বলছেন , উন্নয়ন কাজ শেষ হলে রেলপথে রফতানিও চালু করা হবে ।

আর এ কাজ শেষ হলে বাণিজ্য যেমন বাড়বে তেমনি রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে । গেল মে মাসে বেনাপোল বন্দরের রেলপথে ভারত থেকে আমদানি হয়েছে । ৪৩ হাজার ৭ শ ‘ ৬৮ মেট্রিক টন পণ্য । আর সরকারের রাজস্ব আয় হয়েছে ২ কোটি ২৬ লাখ ৮৪ হাজার টাকা ।

Exit mobile version