Site icon Amra Moulvibazari

করোনা পরীক্ষার নমুনা দিতে এসে মসজিদের ইমামের মৃত্যু!

করোনা পরীক্ষার নমুনা দিতে এসে মসজিদের ইমামের মৃত্যু!

করোনা ভাইরাসে আক্রান্ত কিনা পরীক্ষার জন্য নমুনা দিতে এসে লাইনে দাঁড়ানো অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ায় এক মসজিদের ইমাম মারা গেছেন।

আজ বুধবার সকাল পৌনে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের বিএমএ ভবনের ফ্লু কর্নারের সামনেই হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোলায়মান মিয়া উনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের রেজিস্ট্রার থেকে জানা গেছে, মৃত ব্যক্তির নাম ইকবাল হোসেন। বয়স ৪৩ বছর। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর গ্রামের সহিদুল ইসলামের ছেলে। তিনি আখাউড়া পৌর এলাকার খড়মপুর গ্রামের একটি মসজিদের ইমাম। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসা ইকবালের পরিবারের সদস্যরা জানান, গত এক সপ্তাহ ধরে জ্বর ও ঠাণ্ডাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। ফলে করোনা পরীক্ষা করতে হাসপাতালের বিএমএ ভবনে আসেন তিনি। সেখানে ফরম পূরণ করে লাইনে দাঁড়িয়ে নমুনা দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এমতাবস্থায় তিনি অচেতন হয়ে মাটিতে ঢলে পড়েন। পরে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Exit mobile version