Site icon Amra Moulvibazari

সমাজসেবা অফিসের দুর্নীতিতে ভাতা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন বিধবা ও প্রতিবন্ধীরা | Gazipur

সমাজসেবা অফিসের দুর্নীতিতে ভাতা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন বিধবা ও প্রতিবন্ধীরা | Gazipur

সারাদেশের বিধবা – বয়স্ক ও প্রতিবন্ধীদের যে সুবিধা ভাতা দিয়ে আসছে সরকার , নানা জটিলতার কারণে তা সংগ্রহ করতে পারছেন না গাজীপুরের অনেক মানুষ । অভিযোগ উঠেছে সমাজসেবা অফিসের কিছু অসাধু কর্মীর দুর্নীতির কারণে বঞ্চিত হচ্ছেন প্রন্তিক মানুষ ।

অথচ এই সুবিধাভোগীদের ভাতার টাকা সুষ্ঠুভাবে বিতরণের জন্য শুরুতে ব্যাংকের মাধ্যমে এবং বর্তমানে মোবাইল ব্যাংকিং সার্ভিস নগদের মাধ্যমে টাকা উত্তোলনের ব্যবস্থাও করে দেয় সরকার । সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় সমাজের অস্বচ্ছ বয়স্ক এবং বিধবাদের মাসে ৫০০ টাকা করে এবং প্রতিবন্ধীদেরকে মাসিক ৭০০ টাকা করে ভাতা প্রদান করে আসছে সরকার ।

বছরে দুইটি ধাপে দেয়া হয় এই টাকা ।
কর্মসূচীর শুরুতে ব্যাংকের মাধ্যমে এই টাকা বিতরন করা হলেও সুবিধাভোগীরা যাতে কোন ধরনের বিড়ম্বনা ছাড়াই টাকা পান সে লক্ষ্যে পরে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেয়া শুরু হয় এসব ভাতা ।

ভুক্তভোগীদের অভিযোগ , তারা ব্যাংকে সব টাকা পেলেও বর্তমানে সেটা পাচ্ছেন না । কেউ পেয়েছেন অর্ধেক বা তারও কম আবার কেউ একেবারেই পান নি । তারা বলছেন , উপজেলা সমাজসেবা অফিসের দুর্নীতির কারণেই বঞ্চিত হচ্ছেন তারা । জনপ্রতিনিধিরাও অভিযোগের আঙুল তুলেছেন সমাজসেবা অফিসের দিকেই ।

অভিযোগ করেও কোন সুফল পাননি বলে জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান । এই বিষয়ে জানতে যোগাযোগ করা হলে সমাজ সেবা অফিসের অভিযুক্ত ফিল্ড অফিসার নাসির উদ্দিন কিছু বলতে রাজী হন নি । এদিকে , শ্রীপুর উপজেলা সমাজসেবা অফিসার ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানালেও , স্বীকার করেছেন অনিয়মের কথা ।

সরকারের সদিচ্ছা থাকলেও কিছু অসাধু কর্মকর্তা – কর্মচারীর কারণে প্রাপ্য ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন অসহায় মানুষ । অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি তাদের।

Exit mobile version