Site icon Amra Moulvibazari

ক্রেতা শুণ্য দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ | Khatungonj

ক্রেতা শুণ্য দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ | Khatungonj

দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ । ঈদুল আযহাকে সামনে রেখে প্রচুর পন্য আমদানি করেছেন ব্যবসায়ীরা । তবে লকডাউনের কারণে ক্রেতা শূণ্য থাকায় পন্য বিক্রি হচ্ছে না । এ অবস্থায় পঁচে যাচ্ছে পেঁয়াজসহ অনান্য পন্য । আর্থিক লোকসানের আশঙ্কায় দিশেহারা আমদানিকারক ও পাইকাররা ।

চট্টগ্রাম থেকে নয়ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে অতিরিক্ত পণ্য আমদানি করেছেন চাক্তাই খাতুনগঞ্জের পাইকারি ব্যবসায়ীরা ।

কিন্তু লকডাউনের কারণে খাতুনগঞ্জের পাইকারি বাজার এখন ক্রেতাশূন্য ‘ । নেই শ্রমিকদের চিরচেনা হাঁকডাক | ক্রেতা না থাকায় পঁচে যাচ্ছে পেঁয়াজসহ বিভিন্ন কাঁচামাল । আমদানিকারকরা বলছেন , আগের এলসি করা পণ্য এখনও আমদানি অব্যাহত থাকলেও বিক্রি না থাকায় হতাশ তারা ।

মসলা জাতীয় পণ্যের আমদানি ও মজুদ আছে পর্যাপ্ত তাই ঈদে দাম বাড়ার তেমন কোন সুযোগ নেই বলছেন আমদানিকারকরা ।

তবে ক্রেতা শূণ্য হওয়ায় সব ধরণের পণ্যের পাইকারি দাম কেজিতে কমেছে ১০ থেকে ১২ টাকা পর্যন্ত ।

Exit mobile version