খ্রিস্টধর্মের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো । ধর্মীয় কতৃপক্ষ পরিচালিত আদিবাসী আবাসিক স্কুলে গেলো সপ্তাহে ৭৫১ টি শিশুর গণকবর খুজেঁ পাওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী ট্রুডো এই আহ্বান জানান ।
সাসকাচেওয়ানে আবিস্কৃত এই চিহ্নবিহীন কবরের সন্ধান পাওয়ায় তিনি গভীরভাবে দুঃখ প্রকাশ করেন । তার মতে , আদিবাসীরা যে পদ্ধতিগত বর্ণবাদ , বৈষম্য ও অন্যায়ের শিকার হয়েছিল ,
এগুলো তারই লজ্জাজনক স্মৃতি । এর আগে গেলো মাসেও ব্রিটিশ কলম্বিয়ার একটি বন্ধ হয়ে যাওয়া স্কুল থেকে শনাক্ত হয়েছিল ২১৫ টি কবর । ” আমি ব্যক্তিগতভাবে পোপের সঙ্গে সরাসরি কথা বলে বিষয়টির গুরুত্ব অনুধাবনের জন্য বলেছি ।
তাকে বোঝানোর চেষ্টা করেছি এটা শুধু একটি ক্ষমা প্রার্থনা নয় , এটা হলো কানাডার আদিবাসী এবং মাটির কাছে ক্ষমা চাওয়া । আমি জানি ক্যাথলিক চার্চ নেতৃত্ব বিষয়টি দেখছেন এবং পরবর্তী পদক্ষেপের বিষয়ে খুবই আন্তরিকভাবে কাজ করছেন ।