Site icon Amra Moulvibazari

এবার খ্রিস্টধর্মের পোপকে ক্ষমা চাওয়ার আহ্বান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর

এবার খ্রিস্টধর্মের পোপকে ক্ষমা চাওয়ার আহ্বান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর

খ্রিস্টধর্মের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো । ধর্মীয় কতৃপক্ষ পরিচালিত আদিবাসী আবাসিক স্কুলে গেলো সপ্তাহে ৭৫১ টি শিশুর গণকবর খুজেঁ পাওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী ট্রুডো এই আহ্বান জানান ।

সাসকাচেওয়ানে আবিস্কৃত এই চিহ্নবিহীন কবরের সন্ধান পাওয়ায় তিনি গভীরভাবে দুঃখ প্রকাশ করেন । তার মতে , আদিবাসীরা যে পদ্ধতিগত বর্ণবাদ , বৈষম্য ও অন্যায়ের শিকার হয়েছিল ,

এগুলো তারই লজ্জাজনক স্মৃতি । এর আগে গেলো মাসেও ব্রিটিশ কলম্বিয়ার একটি বন্ধ হয়ে যাওয়া স্কুল থেকে শনাক্ত হয়েছিল ২১৫ টি কবর । ” আমি ব্যক্তিগতভাবে পোপের সঙ্গে সরাসরি কথা বলে বিষয়টির গুরুত্ব অনুধাবনের জন্য বলেছি ।

তাকে বোঝানোর চেষ্টা করেছি এটা শুধু একটি ক্ষমা প্রার্থনা নয় , এটা হলো কানাডার আদিবাসী এবং মাটির কাছে ক্ষমা চাওয়া । আমি জানি ক্যাথলিক চার্চ নেতৃত্ব বিষয়টি দেখছেন এবং পরবর্তী পদক্ষেপের বিষয়ে খুবই আন্তরিকভাবে কাজ করছেন ।

Exit mobile version