Site icon Amra Moulvibazari

কলম্বিয়ার প্রেসিডেন্ট কে বহনকারী হেলিকপ্টারে গুলিবর্ষণের ঘটনা | Columbia President Attack

কলম্বিয়ার প্রেসিডেন্ট কে বহনকারী হেলিকপ্টারে গুলিবর্ষণের ঘটনা | Columbia President Attack

কলম্বিয়ার প্রেসিডেন্ট আইভ্যান দুকেকে বহনকারী হেলিকপ্টারে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে । শুক্রবার ভেনেজুয়েলা সীমান্তবর্তী এলাকায় যাওয়ার পর এই ঘটনা ঘটে ।

প্রেসিডেন্ট দুকের সঙ্গে হেলিকপ্টারটিতে দেশটির আরও কয়েকজন মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন । তবে গুলিবর্ষণের সময় হেলিকপ্টারে থাকলেও কেউ আহত হননি । প্রেসিডেন্ট দুকে এই কাপুরুষোচিত হামলার নিন্দা জানিয়েছেন ।

হেলিকপ্টারে করে ভেনেজুয়েলার সীমান্তবর্তী নৰ্তে দ্য স্যানটানডের প্রদেশের কুকুতা নামক এলাকায় যান কলম্বিয়ার প্রেসিডেন্ট আইভ্যান দুকে । এসময় তার সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী , স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংশ্লিষ্ট প্রদেশের গভর্নরও উপস্থিত ছিলেন ।

Exit mobile version