Site icon Amra Moulvibazari

ইরান ও পাকিস্তানের সহযোগিতা ছাড়া আফগানিস্তানের সঙ্কট সমাধান সম্ভব নয় – রাশিয়া

ইরান ও পাকিস্তানের সহযোগিতা ছাড়া আফগানিস্তানের সঙ্কট সমাধান সম্ভব নয় – রাশিয়া

ইরান ও পাকিস্তানের সহযোগিতা ছাড়া আফগানিস্তানের সঙ্কট সমাধান সম্ভব নয় বলে জানিয়েছে রাশিয়া । বুধবার নবম আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে দেয়া বক্তব্যে এ মন্তব্য করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু । তিনি বলেন ,

এ সংকট সমাধানে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সহযোগিতার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে । এ কাজে সাংহাই সহযোগিতা পরিষদের সহযোগিতাকে গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী । পাকিস্তান , ইরানসহ আফগানিস্তানের সব প্রতিবেশী দেশই সাংহাই সহযোগিতা পরিষদের সদস্য ।

গেল বছর তালেবানদের সঙ্গে স্বাক্ষরিত এক চুক্তি অনুযায়ী আফগানিস্তান থেকে নিজেদের সব সেনা প্রত্যাহার করতে যাচ্ছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী । আর এরইমধ্যে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর তালেবানদের হামলা বৃদ্ধি পেয়েছে ।

Exit mobile version