গোল করলেন , জেতালেন দলকে এরপর কাঁদলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার । আর মাত্র ৯ গোল করলেই তিনি ছুঁয়ে ফেলবেন কিংবদন্তী পেলের রেকর্ড ।
কোপা আমেরিকায় পেরুর বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে ব্রাজিল । যেখানে দলের দ্বিতীয় গোলটি আসে নেইমারের পা থেকে । জাতীয় দলের হয়ে এটি ৬৮তম গোল । কিংবদন্তী পেলেকে ছুঁতে তার আরোও প্রয়োজন ৯ গোল । এমন কৃতিত্বে নেইমারকে প্রশংসায় ভাসিয়েছেন খুদ পেলে ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান , নেইমারের কাছে রেকর্ড হারাতেও আপত্তি নেই তার । নেইমার বলেন , ব্রাজিল দলের ইতিহাসের অংশ হতে পারাটা সত্যি আমার জন্য দারুণ সম্মানের । আমার স্বপ্ন ছিল ব্রাজিলের হয়ে খেলা জার্সি গায়ে দিয়ে । কিন্তু কখন কল্পনাও করতে পারিনি এতদূর পৌঁছাতে পারবো