Site icon Amra Moulvibazari

এবার করোনা পরীক্ষা করা হবে গঙ্গা নদীর

এবার করোনা পরীক্ষা করা হবে গঙ্গা নদীর

ভারতে গঙ্গার পানিতে করোনা ভাইরাসের অস্তিত্ব আছে কি না তা জানতে পরীক্ষা শুরু করেছে দেশটির বিভিন্ন গবেষণা সংস্থা। সংগ্রহ করা হয়েছে নমুনা। গেলো মাসে গঙ্গায় মরদেহ ভাসানোর ঘটনায় তোলপাড় সৃষ্টি হয় গোটা ভারতে। অনেকে আতঙ্কে গঙ্গার মাছ খাওয়াই ছেড়ে দেয়।

গেল মাসে নদীর তীরে লাশ ভেসে উঠার দৃশ্য প্রায়ই দেখা যেত ভারতের বিহার ও উত্তর প্রদেশ অংশের গঙ্গায়। ধারণা করা হয় করোনায় মৃত ব্যক্তিদের সৎকারের সুযোগ সামর্থ্য না থাকায় লাশ গঙ্গায় ভাসিয়ে দেয়া হতো।

গঙ্গার পানিকে পবিত্র বলেমনে করেন সনাতন ধর্মাবলম্বীরা। কিন্তু করোনা আতঙ্কে এখন সেই নদীর মাছ ছুঁয়েও দেখছেন না অনেকে। তাদের শঙ্কা গঙ্গার মাছেও ছড়িয়ে থাকতে পারে করোনা ভাইরাস। অভিযোগ আমলেনিয়ে গবেষণা শুরু করেছে ভারতের স্বাস্থ্য বিভাগ ও বিহার দূষণ নিয়ন্ত্রণ বোর্ড সহ বেশ কয়েকটি সংস্থা।

Exit mobile version