Site icon Amra Moulvibazari

সিলেটে ভূমিকম্পে বিদ্যালয় ভবনে ফাটল | Sylhet earthquake

সিলেটে ভূমিকম্পে বিদ্যালয় ভবনে ফাটল | Sylhet earthquake

২৯ মে সাত দফা ভূমিকম্পের রেশ কাটতে না কাটতে সোমবার সন্ধ্যায় ফের দু – দফা ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট নগরী । এসময় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনে ফাটল দেখা দেয় । ঝুঁকি বিবেচনায় পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ভবনটি । ভূমিকম্পের ঝুঁকি এড়াতে নগরের সব বিদ্যালয়ের

ভবনগুলো পরীক্ষা করার কথা জানিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর । সোমবার সন্ধ্যায় এক মিনিটের ব্যাবধানে দুবার কেঁপে ওঠে ভূমিকম্প ঝুঁকির শহর সিলেট । রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩.৮ এসময় নগরে তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও ।

প্রাচীন বিদ্যাপিট রাজা জিসি হাই স্কুলের একটি দ্বিতলা ভবনের নীচতলায় দেখা দেয় বেশ কয়েকটি ফাটল । সিরিজ ভূমিকম্পের দশ দিনের মাথায় ফের ভূ – কম্পনে আতংক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে ।

মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের ভবনটি পরিদর্শন করে এতে বেশ কিছু নির্মাণ ত্রুটি রয়েছে বলে জানান সিসিকের প্রধান প্রকৌশলী । এদিকে নির্মাণ ত্রুটির অভিযোগটি অস্বীকার করে সংশ্লিষ্টরা জানান ,

ভবনের নীচতলা বেশ পুরোনো হওয়ায় স্বল্পমাত্রার ভূকম্পনে এতে ফাটল দেখা দিয়েছে । তবে ঝুঁকি এড়াতে ভবনটি পরিত্যক্ত ঘোষণাও করা হয় ।

পাশাপাশি , ঝুঁকি এড়াতে সিলেটের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভবনগুলোর ঝুঁকি যাচাই – বাছাইয়ের কাজ চলছে বলে জানায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ।

Exit mobile version