Site icon Amra Moulvibazari

অবৈধ টাকায় যুক্তরাষ্ট্রে বাড়ি কিনেছেন উপ সচিব শাহীন!

অবৈধ টাকায় যুক্তরাষ্ট্রে বাড়ি কিনেছেন উপ সচিব শাহীন!

আইন অমান্য করে নাগরিকত্ব নিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের। সেখানে বাড়িও কিনেছেন। সরকারি অনুমতি ছাড়াই করেছেন বিদেশ ভ্রমণ। তবুও বহাল তবিয়তে উপসচিব মাহবুব হাসান শাহীন।

নিয়মে না থাকলেও একাই ব্যবহার করেন ৪টি সরকারি গাড়ি।

আইনজীবীরা বলছেন, চাকরিতে থাকার যোগ্যতা হারিয়েছেন এই সরকারি কর্মকর্তা। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়ার তাগিদ দিচ্ছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। ২২তম বিসিএসের প্রশাসন ক্যডারের এই কর্মকর্তা এখন উপসচিব ।

মাহবুব বাংলাদেশের পাশাপাশি নাগরিকত্ব নিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের। আমেরিকান পাসপোর্ট ব্যবহার করে ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর সৌদি এয়ারলাইন্সে ভ্রমণ করেন তিনি। এইভ্রমণের বিষয়ে কোনো তথ্য নেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের ডেটাবেইজে। আইনজীবীরা বলছেন ২০১৮ সালের আইনের ৪০ তম ধারা লঙ্ঘন করায় চাকরি তে বহালথাকার যোগ্যতা হারিয়েছে এই কর্মকর্তা।

Exit mobile version