ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজিস্তান প্রদেশের দেজফুল শহরের একটি বিমানঘাঁটিতে মঙ্গলবার যান্ত্রিক ত্রুটির কারণে জঙ্গিবিমান দুর্ঘটনায় দুই পাইলট নিহত হয়েছেন ।
মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনী । বিবৃতিতে বলা হয় ,
F – 5 মডেলের একটি উড়োজাহাজ নিয়ে উড্ডয়নের প্রস্তুতি নেয়ার সময় হঠাৎ করেই বৈমানিকদের আসন অনির্ধারিতভাবে সক্রিয় হয়ে উঠে ।এমন পরিস্থিতিতে সামনে পেছনে থাকা দুই পাইলট ছিটকে নিজেদের কেবিনের ছাদে আছড়ে পড়েন । ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের ।
ঠিক কি কারণে পাইলটদের আসনগুলো উড্ডয়নের আগে অনির্ধারিতভাবে কাজ করতে শুরু করলো তা জানতে এরইমধ্যে তদন্ত শুরু করেছে ইরানি সেনাবাহিনী ।