Site icon Amra Moulvibazari

নোয়াখালীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে কাদের মির্জার অনুসারীরা গুলিবিদ্ধ | Quader Mirza

নোয়াখালীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে কাদের মির্জার অনুসারীরা গুলিবিদ্ধ | Quader Mirza

নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রতিপক্ষের ছোড়া গুলিতে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ৬ অনুসারী গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে । শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কাদের মির্জার একদল অনুসারী ৯ নম্বর ওয়ার্ডের মওদুদ আহমদ স্কুল এলাকার হড়াইন্নাগো বাড়ির সামনের রাস্তায় বিক্ষোভ মিছিল বের করে ।

এ সময় স্কুলের দিক থেকে একদল দুবৃত্ত অতর্কিতে মিছিল লক্ষ্য করে গুলি ছোড়ে । এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় । গুলিবিদ্ধ আটজনের মধ্যে ওয়ার্ড আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা ও এক পথচারী রয়েছেন । ছররা গুলিতে আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

এ ছাড়া একজনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

Exit mobile version