Site icon Amra Moulvibazari

শেখ রাসেলের পরিচালক পদে সর্বোচ্চ ভোটে নির্বাচিত বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর

শেখ রাসেলের পরিচালক পদে সর্বোচ্চ ভোটে নির্বাচিত বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর

উৎসবমুখোর পরিবেশে হয়ে গেলো শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালনা পর্ষদের নির্বাচন । ৯৮ জন ভোটারের ভোটে চার বছরের জন্য নির্বাচিত হয়েছেন ৩০ জন পরিচালক ।

কাস্টিং ভোটের শতভাগ , ৮৪ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর । সমান সংখ্যক ভোট পেয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের প্রধান নির্বাহী কর্মকর্তা নঈম নিজাম ও কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন ।

ক্লাবের কার্যক্রমকে আরো প্রসারিত করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহবান জানান সায়েম সোবহান আনভীর । শেখ রাসেল ক্রীড়া চক্রের ইতিহাসে অন্যতম সেরা ও উৎসবমুখোর দিন ছিলো শনিবার ।

নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর আইসিসিবিতে বসেছিলো ক্লাব কর্তাদের মিলন মেলা । সকাল সাড়ে নয়টায় শুরু হয়ে ভোটের আনুষ্ঠানিকতা । প্রধান নির্বাচন কমিশনার ইমরুল হাসান একে একে ডেকে নেন ভোটারদের । চারটি বুথে ৯৮ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৮৮ জন । ভোটগ্রহণ চলে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত ।

এরপর নির্বাচন কমিশনার জানান চারটি ভোট বাতিলের খবর । ভোট গ্রহণ শেষে দুপুর দুইটার পর শুরু হয় গণনা । সর্বোচ্চ ৮৪ টি ভোট পেয়ে ৩০ নির্বাচিত পরিচালকের মধ্যে শীর্ষস্থানে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর , বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের প্রধান নির্বাহী কর্মকর্তা নঈম নিজাম ও কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন ।

সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর জানান , সকলকে নিয়ে ক্লাবের কার্যক্রমকে আরো প্রসারিত করার বিকল্প নেই ।

ভবিষ্যতে শেখ রাসেল ক্রীড়া চক্র ক্রিকেট দল গঠন করবে বলেও জানান তিনি ।

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক পদে নির্বাচিত নির্বাচিত ৩০ পরিচালকের মতামতের ভিত্তিতে ক্লাবের পরবর্তী বৈঠকে গঠিত হবে চার বছর মেয়াদী কমিটি ।

Exit mobile version