উৎসবমুখোর পরিবেশে হয়ে গেলো শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালনা পর্ষদের নির্বাচন । ৯৮ জন ভোটারের ভোটে চার বছরের জন্য নির্বাচিত হয়েছেন ৩০ জন পরিচালক ।
কাস্টিং ভোটের শতভাগ , ৮৪ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর । সমান সংখ্যক ভোট পেয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের প্রধান নির্বাহী কর্মকর্তা নঈম নিজাম ও কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন ।
ক্লাবের কার্যক্রমকে আরো প্রসারিত করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহবান জানান সায়েম সোবহান আনভীর । শেখ রাসেল ক্রীড়া চক্রের ইতিহাসে অন্যতম সেরা ও উৎসবমুখোর দিন ছিলো শনিবার ।
নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর আইসিসিবিতে বসেছিলো ক্লাব কর্তাদের মিলন মেলা । সকাল সাড়ে নয়টায় শুরু হয়ে ভোটের আনুষ্ঠানিকতা । প্রধান নির্বাচন কমিশনার ইমরুল হাসান একে একে ডেকে নেন ভোটারদের । চারটি বুথে ৯৮ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৮৮ জন । ভোটগ্রহণ চলে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত ।
এরপর নির্বাচন কমিশনার জানান চারটি ভোট বাতিলের খবর । ভোট গ্রহণ শেষে দুপুর দুইটার পর শুরু হয় গণনা । সর্বোচ্চ ৮৪ টি ভোট পেয়ে ৩০ নির্বাচিত পরিচালকের মধ্যে শীর্ষস্থানে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর , বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের প্রধান নির্বাহী কর্মকর্তা নঈম নিজাম ও কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন ।
সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর জানান , সকলকে নিয়ে ক্লাবের কার্যক্রমকে আরো প্রসারিত করার বিকল্প নেই ।
ভবিষ্যতে শেখ রাসেল ক্রীড়া চক্র ক্রিকেট দল গঠন করবে বলেও জানান তিনি ।
সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক পদে নির্বাচিত নির্বাচিত ৩০ পরিচালকের মতামতের ভিত্তিতে ক্লাবের পরবর্তী বৈঠকে গঠিত হবে চার বছর মেয়াদী কমিটি ।