Site icon Amra Moulvibazari

পদ্মা সেতুর নিচে অবোইধ ড্রেজিং; দেখা দিতে পারে ভাঙ্গন!

পদ্মা সেতুর নিচে অবোইধ ড্রেজিং; দেখা দিতে পারে ভাঙ্গন!

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের হিড়িক পড়েছে। এমনকি সেতুর পিলারের স্প্যানের পাশে বসানো হয়েছে ড্রেজার। সেই বালুতে চলছে শেখ হাসিনা তাঁতপল্লীর ভূমি উন্নয়নমূলক কাজ। অপরিকল্পিত এই কর্মকাণ্ডে একটি এলাকায় দেখা দিয়েছে ভাঙন। আতঙ্কে চরের কয়েকশ’ পরিবার। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রশাসনের।

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সেতুর নিচে বসিয়েছে ড্রেজার। নির্বিচারে তুলা হচ্ছে অনুমতি ছাড়াই চলছে সব। এই কাজে জড়িত প্রভাবশালী একটি মহল। যদিও বালু তুলার সাথে জড়িতদের দাবি বৈধ ভাবেই ড্রেজার বসানো হয়েছে।

অবোইধ এই কর্মকান্ডের প্রভাব এরই মধ্যে পড়েছে পাইনপাড়া চরে। দেখা দিয়েছে ভাঙ্গন। এর সুরাহা চেয়ে ক্ষতিগ্রস্থ ১১০টি পরিবার জেলা প্রশাসক বরাবর করেছেন লিখিত আবেদন।

শরীয়তপুর ও মাদারীপুরে নির্মাণ হচ্ছে শেখ হাসিনা তাঁতপল্লী। শুরু হয়েছে ভূমি উন্নয়ন কাজ। পদ্মা নদী থেকে উত্তোলন করা বালু ফেলা হচ্ছে সেখানেই। এই দায়িত্বে রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান খোকন কন্সট্রাকশন।

শরীয়তপুরে বালু মহাল নেই জানিয়ে জেলা প্রশাসক বললেন জড়িতদের বিরুদ্ধে নেয়া হবে ব্যবস্থা।

Exit mobile version