Site icon Amra Moulvibazari

ফিলিস্তিনকে চিকিৎসা সামগ্রী ও বড় অঙ্কের অর্থ সহায়তা বাংলাদেশের | Palestine

ফিলিস্তিনকে চিকিৎসা সামগ্রী ও বড় অঙ্কের অর্থ সহায়তা বাংলাদেশের | Palestine

সরকার এবং দেশের অন্যতম প্রধান বিরোধী দল বিএনপি , দুই পক্ষই । ফিলিস্তিনিদের জন্য নগদ অর্থ এবং ওষুধ সামগ্রী তুলে দিয়েছে সেদেশের রাষ্ট্রদূতের হাতে । যদিও , বিএনপি বলছে বাংলাদেশের পাসপোর্ট ইসরায়েল ভ্রমনের নিষেধাজ্ঞা

তুলে দেয়া দুঃখজনক আর সরকারের হুশিয়ারী কেউ ইসরায়েল গেলে তাকে শাস্তি পেতে হবে।

গেলো ১০ ই মে ইসরায়েল আক্রমণ শুরু করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় । শিশু , নারীসহ ২৪০ জন ফিলিস্তিনি নিহত হয় । ১১ দিন চলার পর বিরতিতে যায় ইজরায়েলি বাহিনী ।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় একটি অনুষ্ঠানে ঢাকার ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসূফ রামাদানের হাতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৫০ হাজার ডলার এবং ওষুধ সামগ্রী তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী । এদিন বিকেলে বারিধারায় অবস্থিত ফিলিস্তিনি দূতাবাসে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে ওষুধ সামগ্রী উপহার হিসেবে তুলে দেন ।

ফিলিস্তিনিদের পক্ষে অকুণ্ঠ সমর্থন , বাংলাদেশ তার অভ্যুদয়ের পর থেকেই দিয়ে আসছে ।

Exit mobile version